পাতার উপর দিকে দেখুন

বিচিত্রা: বৈদ্যুতিন রবীন্দ্র-রচনাসম্ভার

Bichitra: Online Tagore Variorum :: School of Cultural Texts and Records

विचित्रा: इलेक्ट्रॉनिक रवीन्द्ररचनावली :: स्कूल ऑफ कल्चरल टेक्स्टस एण्ड रेकॉर्डज़

 
 

পাণ্ডুলিপি-নির্দেশ


সংগ্রহ: পাণ্ডুলিপি

এই অংশে আমাদের প্রাপ্ত সব পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপি সংগৃহীত হয়েছে।
এখানে বাংলা ও ইংরেজি রচনার মধ্যে তফাৎ করা হয়নি, কারণ একই পাণ্ডুলিপিতে অনেক সময় উভয় ভাষার রচনা অন্তর্ভুক্ত হয়েছে।

পাণ্ডুলিপিগুলি চার শ্রেণীতে বিভক্ত:
  1. RBVBMS: রবীন্দ্রভবনের মূল পাণ্ডুলিপি সংগ্রহ
  2. BMSF: রবীন্দ্রভবনের ‘বাংলা পাণ্ডুলিপি ফাইল’ (Bengali Manuscript Files) সংগ্রহ
  3. EMSF: রবীন্দ্রভবনের ‘ইংরেজি পাণ্ডুলিপি ফাইল’ (English Manuscript Files) সংগ্রহ
  4. HRVD: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হুটন গ্রন্থাগারের রোথেনস্টাইন সংগ্রহ
উভয় গ্রন্থাগারের মূল পঞ্জীসংখ্যা রক্ষিত হয়েছে।

পাণ্ডুলিপি ও প্রতিলিপি দুইভাবে দেখা যায়:

(ক) পাণ্ডুলিপি-সূচী
১। ‘পাণ্ডুলিপি-সূচী’ ক্লিক করুন। সব পাণ্ডুলিপি ও তাদের অন্তর্ভুক্ত রচনার তালিকা-সম্বলিত একটি সারণি খুলে যাবে।
২। আপনার অভীষ্ট পাণ্ডুলিপি-সংখ্যার উপর ক্লিক করুন। পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপির পাতা খুলে যাবে। পাতায় সঞ্চালন (navigation)-এর দুটি উপায় আছে:
৩। ছবি দেখার সময় এই কীবোর্ড শর্টকাটগুলি ব্যবহার করা যাবে:
কীবোর্ডশর্টকাটগুলি
Homeপ্রথম পৃষ্ঠা দেখুন
Endশেষ পৃষ্ঠা দেখুন
Backspaceআগের পৃষ্ঠা দেখুন
Enterপরের পৃষ্ঠা দেখুন
উর্ধ্বতীরপৃষ্ঠার উপরে চলে যান
নিম্নতীরপৃষ্ঠার নীচে চলে যান
বামমুখী তীরপৃষ্ঠার বাঁদিকে চলে যান
দক্ষিণমুখী তীরপৃষ্ঠার ডানদিকে চলে যান
+বড় করে দেখুন (zoom in)
-ছোট করে দেখুন (zoom out)

৪। প্রতিলিপি দেখার সময় এই কীবোর্ড শর্টকাটগুলি ব্যবহার করা যাবে:

কীবোর্ডশর্টকাটগুলি
Pg Upপৃষ্ঠার উপরে চলে যান
Pg Dnপৃষ্ঠার নীচে চলে যান
Ctl+অক্ষর বড় করুন
Ctl-অক্ষর ছোট করুন
স্পেস বারপ্রতিলিপির জানলা খুলে দিন / বন্ধ করে দিন
৫। প্রতিলিপিচিহ্নের ব্যাখ্যার জন্য Help ক্লিক করুন।

(খ) শিরোনাম-সূচী
শিরোনাম-সূচী-র সাহায্যে পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত সব রচনার সন্ধান পাওয়া যাবে।
১। আপনার অভীষ্ট রচনার শিরোনাম বাছুন: হয় বর্ণানুক্রমিক মেনুতে ক্লিক করে, অথবা বাঁদিকের ‘অন্বেষণ’-এর ঘরে শিরোনামটি লিখে।
২। শিরোনামের বিবরণসূচী পেয়ে গেলে, অভীষ্ট পাণ্ডুলিপি-সংখ্যায় ক্লিক করে সেই পাণ্ডুলিপিতে ওই রচনার ছবি ও প্রতিলিপি দেখুন। সঞ্চালনের উপায় ও শর্টকাটের জন্য উপরে দেখুন।

(গ) পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপি
পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপি ক্লিক করেও পাণ্ডুলিপি-সারণিতে পৌঁছে, সেখান থেকে পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপি খোলা যায়।

পাণ্ডুলিপি ও মুদ্রিত পাঠের সাধারণ প্রতিলিপি-পদ্ধতি


সব পাণ্ডুলিপি, মুদ্রিত বই ও পত্রিকার ছবি ছাড়াও, প্রত্যেকটির পাঠের প্রতিলিপি পরিবেশিত হয়েছে .txt UTF-8 format-এ। এগুলি দেখতে হলে ‘রচনাসূচী: সম্পূর্ণ তালিকা’ অথবা ‘পাঠান্তর’ অংশের সারণিতে
 
চিত্রচিহ্নে ক্লিক করুন।
সারণিতে পাঠের পাশে
 
বা
 
চিত্রচিহ্ন না থাকলে বুঝতে হবে, সেই পাঠটি পাওয়া যায়নি।

সমীকরণ
পাঠকের সুবিধার জন্য এবং পাঠান্তর-প্রণালীর স্বার্থে সব পাঠের প্রতিলিপিতে কিছু সাধারণ নিয়ম প্রয়োগ করা হয়েছে। এর ফলে কখনও-কখনও মূল পৃষ্ঠার বিন্যাস সামান্য পরিবর্তিত হয়েছে। মূল বিন্যাস ছবি দেখলে বোঝা যাবে।

পাণ্ডুলিপির প্রতিলিপি: বিশেষ নিয়মাবলী

সব পাণ্ডুলিপির ছবির পাশাপাশি তার প্রতিলিপি পরিবেশিত হচ্ছে, .txt UTF-8 format-এ। প্রতিলিপিগুলি দুইভাবে পেশ করা হয়েছে:

পাণ্ডুলিপি-প্রতিলিপিবিধি

পাণ্ডুলিপির প্রতিলিপিতে ব্যবহৃত চিহ্ন
চিহ্নব্যবহার/টীকা
<পাঠ>বর্জিত পাঠ
{পাঠ}সংযোজিত পাঠ
+++পাঠোদ্ধার করা যায়নি
±পাঠ±পাঠের অবস্থান অনিশ্চিত
৲পাঠ৩৲ পাঠ২ পাঠ২ পাঠ২ পাঠ২ পাঠ২ ৴পাঠ১৴স্থানান্তরিত পাঠ
[\পাঠ\]নিম্নরেখিত পাঠ
⋋১ম পাঠরূপ⋋ ⋌২য় পাঠরূপ⋌এক সঙ্গে একই রচনাংশের দুটি পাঠরূপ
≮পাঠ≯stet: বর্জিত পাঠের পুনর্গ্রহণ
[~  ] অথবা [~]মার্জিনে কোনও টীকা, মন্তব্য, নির্দেশ প্রভৃতি থাকলে সেটি [~ ] চিহ্নের মধ্যে বসানো হয়েছে। মূল পাঠের যে অংশের পাশে সেটি বসানো আছে, পাঠের সেই অংশের গোড়ায় ও শেষে [~] চিহ্ন বসানো হয়েছে।
<⋏⋏> অথবা {⋏পাঠ⋏} অথবা <⋎⋎> অথবা {⋎পাঠ⋎}রেখা, তীরচিহ্ন বা তারাচিহ্নের সাহায্যে কোনও ছোট পাঠ্যাংশ বাক্য/বাক্যাংশের) স্থানান্তর ঘটলে:
বাক্য/বাক্যাংশ নীচ থেকে উপরে উঠে এলে এই চিহ্ন:
  1. যেখান থেকে বাক্য/বাক্যাংশ উপরে উঠে গেছে
    <⋏⋏>
  2. উপরে যেখানে বাক্য/বাক্যাংশ স্থানান্তরিত হচ্ছে
    {⋏[বাক্য/বাক্যাংশ]⋏}
বাক্য/বাক্যাংশ উপর থেকে নীচে নেমে এলে এই চিহ্ন:
  1. যেখান থেকে বাক্য/বাক্যাংশ নীচে নেমে গেছে
    <⋎⋎>
  2. নীচে যেখানে বাক্য/বাক্যাংশ স্থানান্তরিত হচ্ছে
    {⋎[বাক্য/বাক্যাংশ]⋎}
নতুন অবস্থানে {⋏⋏} বা {⋎⋎} বন্ধনীর মধ্যে পাঠ্যাংশটি থাকবে; আদি অবস্থানে কেবল < > বন্ধনী থাকবে। একই পৃষ্ঠায় স্থানান্তরের একাধিক দৃষ্টান্ত থাকলে সেগুলি <⋏1⋏>, <⋏2⋏>, <⋏3⋏> হিসাবে চিহ্নিত হবে।
অথবাকোনও বড় অংশ বা স্তবক নীচ থেকে উপরে উঠে এলে, যেখানে স্থানান্তরিত হচ্ছে সেখানে এই চিহ্ন: ⋀ কোনও বড় অংশ বা স্তবক উপর থেকে নীচে নেমে গেলে, যেখানে স্থানান্তরিত হচ্ছে সেখানে এই চিহ্ন: ⋁
এই সব ক্ষেত্রে, পাঠের আদি অবস্থানে কোনও চিহ্ন বসানো হয়নি।
মূল পাণ্ডুলিপিতে ∟, খাড়া দাগ ইত্যাদি চিহ্ন দিয়ে স্তবক বা অনুচ্ছেদ ভাঙার ইঙ্গিত থাকলে, প্রতিলিপিতে পরের অংশটি নতুন স্তবক বা অনুচ্ছেদে বসানো হয়েছে, আগে ∟ চিহ্ন দিয়ে।