রচনাসূচী নির্দেশিকা
মেনু বারে ‘রচনা-সূচী’ থেকে প্রথমে ভাষা বাছুন (বাংলা বা ইংরেজি), তারপর আপনার অভীষ্ট রচনাশ্রেণী (কবিতা ও গান, নাটক ইত্যাদি)। প্রত্যেক শ্রেণীর রচনা-সূচী দুই ভাবে পরিবেশিত হয়েছে:
(ক) বর্ণানুক্রমিক ভাগদ্র: আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু কারণে, রবীন্দ্র-ভবন থেকে শেষ এক দফা মুদ্রিত পুস্তক ও পত্রিকার পাঠ পাওয়া যায়নি। অন্যান্য সহযোগীদের আনুকূল্যে, তার কিছু-কিছু অন্য সূত্র থেকে পাওয়া গিয়েছে, কিন্তু কিছু ফাঁক পূরণ করা যায়নি।
(খ) সম্পূর্ণ তালিকা
এই ভাগে নির্বাচিত শ্রেণীর সব রচনার বিবরণ একটি সারণিতে দেখা যাবে। সারণির বিভিন্ন ঘরে এই চিহ্নগুলি ব্যবহার হয়েছে:
- প্রত্যেক সারির বাঁদিকের ঘরে, শিরোনামের পাশে চিহ্ন। এটি ক্লিক করলে পাঠান্তর-নির্ণয়ের পাতা খুলে যাবে।
- পাণ্ডুলিপির ক্ষেত্রে:
- পাণ্ডুলিপি-সংখ্যার উপরে চিহ্ন। এটি ক্লিক করলে ওই পাণ্ডুলিপির ‘ফিল্টার’ করা চূড়ান্ত পাঠের প্রতিলিপি দেখা যাবে।
- পাণ্ডুলিপি-সংখ্যার নীচে চিহ্ন। এটি ক্লিক করলে ওই পাণ্ডুলিপির ছবি ও বর্জন-সংযোজন সম্বলিত বিশদ প্রতিলিপি দেখা যাবে।
- মুদ্রিত বই ও পত্রিকার ক্ষেত্রে:
- ছবি দেখার জন্য চিহ্ন
- পাঠের প্রতিলিপি দেখার জন্য চিহ্ন
- সব ক্ষেত্রেই, কোনও অতিরিক্ত জ্ঞাতব্য তথ্য থাকলে তা দেখার জন্য চিহ্ন ব্যবহার হয়েছে।
- কোনও পাঠের পাশে যদি উপরোক্ত চিহ্নের কোনওটিই না থাকে, তার অর্থ ওই পাঠটি পাওয়া যায়নি।
- কোনও বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সব কবিতার তালিকা পেতে হলে বর্ণানুক্রমিক সূচীর ‘গ্রন্থ’ বিকল্প থেকে সেই গ্রন্থের শিরোনাম বেছে (যেমন কড়ি ও কোমল, মানসী বা সোনার তরী) ক্লিক করুন। কবিতাগুলির তালিকা-সম্বলিত একটি সারণি খুলে যাবে। সেই সারণি থেকে যে-কোনও কবিতা বেছে দেখা যাবে।
- কোনও ইংরেজি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সব কবিতার তালিকা পেতে হলে ‘সমগ্র রচনাসূচী’র সারণি থেকে ঐ গ্রন্থের শিরোনাম বেছে (যেমন Gitanjali, The Crescent Moon, Crossing, Fruit-Gathering বা Lover’s Gift)। ক্লিক করুন। ঐ গ্রন্থের সব কবিতার তালিকা একটি পপ-আপ জানলায় দেখা যাবে। তার যে-কোনও কবিতা বর্ণানুক্রমিক সূচীর সাহায্যে দেখা যাবে।
- এ ছাড়া বিশদ রচনাসূচী (Master List) থেকেও সব ইংরেজি রচনার পূর্ণ বিবরণ পাওয়া যাবে।
কোনও রচনার গ্রন্থ-পরিচয় ও পাঠ-প্রতিলিপি দেখতে ‘বর্ণানুক্রমিক ভাগ’ দেখুন। সম্পূর্ণ তথ্য পেতে ‘সম্পূর্ণ তালিকা’ দেখুন।
(গ) অন্যান্য সূচী
বাংলা রচনাসূচীর প্রত্যেক শ্রেণীর একটি তৃতীয় ভাগ আছে, ‘অন্যান্য সূচী’। মূল রচনাসূচীতে সব রচনা বিশ্বভারতী রচনাবলীতে দৃষ্ট শিরোনাম অনুসারে অন্তর্ভুক্ত হয়েছে।
কোনো রচনার বিকল্প বা অতিরিক্ত শিরোনাম থাকলে (যেমন ‘দূর হতে কী শুনিস’ কবিতার শিরোনাম ‘ঝড়ের খেয়া’, বা ‘হে মোর চিত্ত’ কবিতার শিরোনাম ‘ভারত-তীর্থ’), সেটি এই তালিকার সাহায্যে দেখা যেতে পারে।
পি.সি-তে CTL+F বা ম্যাক-এ CMD+F টিপুন। তাতে যে বাক্সটি খুলে যাবে, তাতে যে বিকল্প শিরোনাম আপনি খুঁজছেন সেটি লিখে দিলে, সেই শিরোনামটি নির্দিষ্ট হবে।
বাংলা 'গল্প ও উপন্যাস'-এর ক্ষেত্রে ছোট গল্পের সংকলনগুলির একটি পূর্ণাঙ্গ সূচীও অন্তর্ভুক্ত হয়েছে।
(ঘ) কালানুক্রমিক সূচী
বাংলা রচনাসূচীতে পত্রিকায় প্রকাশিত রচনার (মাস ও সাল অনুসারে) বা স্বতন্ত্র গ্রন্থের (সাল অনুসারে) প্রকাশের কালানুক্রমিক সূচী দেখা যাবে। এই সূচীটি দুই ভাবে দেখা যাবে।
- এই অংশের প্রথম পাতায় কোনো মাস বা বছরের এর উপর ক্লিক করলে , সেই মাস বা বছরের সংরূপ-অনুসারে বিভক্ত রচনাতালিকা-সম্বলিত একটি পৃষ্ঠা খুলে যাবে। এই পৃষ্ঠার উপরে বাঁ ও ডান দিকের ছোট বাক্সে ক্লিক করে যথাক্রমে আগের বা পরের মাস বা বছরে চলে যাওয়া যাবে।
- পাতার উপরে 'অন্বেষণ' লেখার উপর ক্লিক করলে একটি টুলবার খুলে যাবে। তাতে প্রথমে সংরূপ এবং তার পর রচনার নাম নির্দিষ্ট করলে, সেই রচনার প্রকাশের তারিখ পাশে দেখা যাবে।
দ্র: আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু কারণে, রবীন্দ্র-ভবন থেকে শেষ এক দফা মুদ্রিত পুস্তক ও পত্রিকার পাঠ পাওয়া যায়নি। অন্যান্য সহযোগীদের আনুকূল্যে, তার কিছু-কিছু অন্য সূত্র থেকে পাওয়া গিয়েছে, কিন্তু কিছু ফাঁক পূরণ করা যায়নি।