প্রয়োজনীয় কম্পিউটার ব্যবস্থা
এই ওয়েবসাইট ব্যবহারের জন্য কোনও নির্দিষ্ট কমপিউটার-ব্যবস্থার প্রয়োজন নেই, কিন্তু এই নির্দেশগুলি মনে রাখলে সুবিধা হতে পারে:
- বিষয়বস্তুর জটিলতা ও দৃশ্যগত বিস্তারের জন্য, ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করলে ট্যাবলেট বা চলভাষের চেয়ে দেখতে সুবিধা হবে।
- একই কারণে, বেশি বিট রেটের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা বাঞ্ছনীয়।
- এই প্রণালী ও যোগাযোগ-ব্যবস্থা প্রয়োজন:
- উইণ্ডোজ ২০০০ (এসপি৪ সহ), উইণ্ডোজ এক্সপি (এসপি২ বা এসপি৩ সহ), উইণ্ডোজ ভিসটা (এসপি১ বা এসপি২ সহ), উইন ৭ বা পরবর্তী সংস্করণ
- ম্যাক ওএস এক্স ১০.৪ বা পরবর্তী সংস্করণ
- লিনাক্স: উবুন্টু ৮.১০/৮.০৪/৭.১০, ওপেনসুস ১১.০/১০.৩, ফেডোরা ১০/৯/৭, ডেবিয়ান ৪.০, জান্ড্রস ৪.২ (বা পরবর্তী সংস্করণ)
- ইন্টারনেট যোগাযোগে সক্ষম, জাভাস্ক্রিপ্ট সহ ব্রাউজারওলা যে কোন অন্যান্য অপারেটিং সিস্টেম
- গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার (৬ বা পরবর্তী সংস্করণ) প্রভৃতি যে-কোনও প্রচলিত ব্রাউজার, যথাসম্ভব সাম্প্রতিক সংস্করণে। মজিলা ফায়ারফক্স-এ বাংলা হরফ সঠিকভাবে দেখতে মাঝে-মাঝে সমস্যা হতে পারে। সব ব্রাউজারেই জাভাস্ক্রিপ্ট প্রয়োগের ব্যবস্থা থাকা উচিত।