প্রকল্প রূপায়ণে
প্রযুক্তি প্রস্তুত ও প্রয়োগ
- বাংলা রবীন্দ্র-রচনাবলীর মূল বৈদ্যুতিন পাঠ প্রস্তুত করেছেন অনির্বাণ রায়চৌধুরী। এজন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকল্পাধীনে তাঁর প্রস্তুত বাংলা দৃশ্যপাঠ সফ্টওয়ার (ও সি আর) প্রয়োগ করেছেন।
- পাঠান্তর-নির্ণয় সফ্টওয়ারের প্রাথমিক প্রণালী প্রস্তুত করেছেন সিদ্ধার্থ চৌধুরী। উন্নয়ন, বিস্তার ও রূপদান করেছেন সুনন্দ বসু। তত্ত্বাবধান ও সহায়তায় অরুণাশিস আচার্য (স্কুল অব এডুকেশন টেকনলজি, যাদবপুর বিশ্ববিদ্যালয়), সুকান্ত চৌধুরী ও স্পন্দনা ভৌমিক।
- শব্দ-অন্বেষণ সফ্টওয়ার প্রস্তুত করেছেন অরবিন্দ মণি ও প্রকাশ কলি মই (কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়)। নির্দেশনায় ঐ বিভাগের চন্দন মজুমদার, তত্ত্বাবধানে দিব্যজ্যোতি ঘোষ। শব্দ-অন্বেষণ সূচী প্রস্তুত করেছেন পূর্বাশা আঢ্য ও দেবপ্রিয়া বসু।
- পাণ্ডুলিপির চূড়ান্ত পাঠ নির্দেশের ‘ফিল্টার সফ্টওয়ার’ প্রস্তুত করেছেন ভূপতি রায় (কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়)। তত্ত্বাবধানে অরুণাশিস আচার্য ও দিব্যজ্যোতি ঘোষ।
- ঢাকার ওমাইক্রন ল্যাব প্রস্তুত ‘অভ্র’ বাংলা কীবোর্ড প্রণালী কৃতজ্ঞচিত্তে ব্যবহার করা হয়েছে (‘ক্রিয়েটিভ কমনস’-এর শর্ত অনুসারে)।
- বাংলা রচনাসূচী ও পাণ্ডুলিপি-সূচী প্রস্তুত করেছেন পূর্বাশা আঢ্য, সহায়তা করেছেন সুব্রত সিংহ, স্মিতা খাটোর, সহজিয়া ও রাজীব কুণ্ডু।
- ইংরেজি রচনাসূচী প্রস্তুত করেছেন দেবপ্রিয়া বসু, সহায়তা করেছেন দেবপ্রতিম চক্রবর্তী ও লব কানই।
- ওয়েবসাইটের হিন্দি পাঠ প্রস্তুত করেছেন লব কানই।
- সার্ভার সংক্রান্ত পরামর্শ দিয়েছেন চন্দন মজুমদার (কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়)। সার্ভার ব্যবস্থাপনায় শমিত পাহাড়ি ও শ্যামল বসু।
- ওয়েবসাইট রূপায়ণ ও ডেটাবেস পরিকল্পনা করেছেন পিক্সেল পোয়েটিক্স (চন্দননগর)।
- ওয়েবসাইট নকশা ও লোগো সৃষ্টি করেছেন পিনাকী দে।
- ওয়েবসাইটের তত্ত্বাবধান করেছেন দিব্যজ্যোতি ঘোষ, পূর্বাশা আঢ্য, ঋত্বিক, কৌশিক আনন্দ কীর্তনিয়া ও লব কানই।
তত্ত্বাবধায়ক
■ পূর্বাশা আঢ্য ■ স্পন্দনা ভৌমিক ■ দিব্যজ্যোতি ঘোষ ■ স্মিতা খাটোর ■ দেবপ্রিয়া বসু ■ রিয়াঙ্কা রায় ■ হৃলিনা ঘোষ
প্রযুক্তিকর্মী
■ অনুপম রায় ■ অন্বিতা নন্দী চৌধুরী ■ অন্বেষা সরকার ■ অমৃতেশ বিশ্বাস ■ অপরূপা ঘোষ ■ অরিত্র চক্রবর্তী ■ অরুণাভ বন্দ্যোপাধ্যায় ■ অর্ণব ঘোষ ■ অর্পণ দাশ ■ অশোকতরু পাণ্ডা ■ ঈশিতা বসু মল্লিক ■ উন্মেষ মণ্ডল ■ কৌশিক আনন্দ কীর্তনিয়া ■ গৌরব চট্টোপাধ্যায় ■ তয়না চট্টোপাধ্যায় ■ তুহিন ভট্টাচার্য ■ দয়া চট্টোপাধ্যায় ■ দেবত্রি ঘোষ ■ দেবদীপ ধীবর ■ দেবপ্রতিম চক্রবর্তী ■ পার্থসারথি নন্দী ■ পিয়ালী চক্রবর্ত্তী ■ বিনায়ক দাশগুপ্ত ■ বীথিকা সাহানা ■ বৈশাখী তোপদার ■ মানসী রায়চৌধুরী ■ মেঘদূত রুদ্র ■ মৌমিতা বন্দ্যোপাধ্যায় ■ রক্তিম সরকার ■ রাজীব কুণ্ডু ■ রিয়া বিশ্বাস ■ রোহন ইসলাম ■ লব কানই ■ শুভায়ন দে ■ শ্রীজয়ী ভট্টাচার্য ■ সমর্পিতা ঘটক ■ সম্বুদ্ধ ঘোষ ■ সহজিয়া ■ সুজাতা দত্ত ■ সেমন্তী নিয়োগী ■ সৈকত বন্দ্যোপাধ্যায় ■ সোমনাথ চক্রবর্তী ■ স্বর্ণালী বারিক ■ স্বাগতা রায়
প্রশাসনিক সহায়ক
■ অনুরাধা মণ্ডল ■ ইন্দ্রাণী বর্মন