পাতার উপর দিকে দেখুন

বিচিত্রা: বৈদ্যুতিন রবীন্দ্র-রচনাসম্ভার

Bichitra: Online Tagore Variorum :: School of Cultural Texts and Records

विचित्रा: इलेक्ट्रॉनिक रवीन्द्ररचनावली :: स्कूल ऑफ कल्चरल टेक्स्टस एण्ड रेकॉर्डज़

 
 

স্কুল অব কালচারাল টেক্সটস অ্যাণ্ড রেকর্ডস

স্কুল অব কালচারাল টেক্সটস অ্যাণ্ড রেকর্ডস-এর জন্ম ২০০৩ সালে। এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ উদ্ভাবন ‘আন্তর্বিষয়ক পাঠ-প্রাঙ্গন’ (Interdisciplinary School)-এর একটি।

স্কুলের কর্মসূচী বহুবিধ, কিন্তু সবগুলিরই সাধারণ উদ্দেশ্য সামাজিক ও সাংস্কৃতিক জগতের পাঠভিত্তিক উপাদানগুলির চর্চা ও সংরক্ষণ। ‘পাঠ’ বলতে এখানে ভাষাশ্রয়ী পাঠ ছাড়াও শ্রুত ও দৃশ্য উপাদান বোঝাচ্ছে। এই কর্মসূচীর অন্তর্গত:

স্কুলের প্রকল্পকেন্দ্রে আছে উপযুক্ত সফটওয়ারসহ কম্পিউটার; সঙ্গীতের রেকর্ড ও প্রক্রিয়াকরণ, এবং চিত্রগ্রহণ ও প্রদর্শনের উপাদান; ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ব্যবস্থাপনা। ইতিমধ্যেই সৃষ্ট হয়েছে ভারতীয় ভাষায় সম্পাদনা ও তথ্যসংরক্ষণের জন্য একাধিক সফটওয়ার, সবগুলিই নিজ-নিজ ক্ষেত্রে প্রথম নিদর্শন। স্কুলের তরফে প্রকাশ হয়েছে বারোটি বই ও একটি সিডি।

ব্রিটিশ লাইব্রেরির ‘বিপন্ন নথি’ (Endangered Archives) কর্মসূচীর অধীনে আমরা পাঁচটি প্রকল্প সম্পন্ন করেছি: এটি যুগ্ম বিশ্ব-রেকর্ড। স্কুলে আরও সৃষ্ট হয়েছে হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম সর্ববৃহৎ সংগ্রহ, সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ও অন্য বাংলা গানের একটি উল্লেখযোগ্য সংগ্রহ। আমাদের কাজের এই দিকটি সম্বন্ধে জানতে হলে এই ওয়েবসাইট দেখুন: http://www.archive-icm.org/

এছাড়া স্কুলে তৈরি হচ্ছে বাংলা গ্রন্থের একটি সংক্ষিপ্ত-শিরোনামসূচী (short-title catalogue)। ভারতীয় ভাষায় এটি এ ধরণের প্রথম ও একমাত্র সূচী; সারা পৃথিবীতেই আছে অল্প ক’টি। এমন অন্য সূচীর তুলনায় এখানে গ্রন্থ সম্বন্ধে নানা অতিরিক্ত তথ্য পরিবেশিত হচ্ছে। প্রথম পর্যায়ে ১৮৬৭ সাল পর্যন্ত কাজ শেষ করে এখন ১৮৬৮ থেকে ১৯৪৭ অংশের কাজ চলছে। সমাপ্ত অংশটি দেখা যাবে এই ওয়েবসাইটে (সম্ভব হলে Internet Explorer-এ): http://www.compcon-asso.in/projects/biblio/welcome.php?redirect=/projects/biblio/index.php

মহীশূরের কেন্দ্রীয় ভারতীয় ভাষা সংস্থানের জন্য আমরা বাংলা ভাষায় কৃত, ও বাংলা থেকে অন্য ভাষায় কৃত, একটি অনুবাদসূচী প্রস্তুত করেছি। আমাদের অন্যান্য কাজের মধ্যে আছে বঙ্গভঙ্গ আন্দোলন সম্বন্ধে একটি প্রকল্প, ও ভারতে কমিক বই সম্বন্ধে আরেকটি। পাণ্ডুলিপির প্রতিলিপি প্রস্তুত আমাদের আরেকটি কর্মক্ষেত্র। অস্ট্রেলিয় কবি চার্লস হার্পারের সম্পূর্ণ পাণ্ডুলিপির একটি বৈদ্যুতিন সংস্করণ আমরা এইভাবে প্রস্তুত করে দিয়েছি, এখন করছি টমাস হার্ডির The Return of the Native-এর পাণ্ডুলিপির।

স্কুল থেকে সম্পাদনা ও প্রকাশনা নিয়ে একটি পাঠক্রম পরিচালনা করা হয়।খুব সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের বৈদ্যুতিন মানবিকবিদ্যা (Digital Humanities) সম্বন্ধে ভারতের প্রথম পাঠক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। বিচিত্রা প্রকল্প বাদে আমাদের অন্যান্য চালু প্রকল্পের বিষয় বৈদ্যুতিন সম্পাদনা, সঙ্গীতের বৈদ্যুতিন সংগ্রহ, এবং কিছু পাণ্ডুলিপি-সংগ্রহের চিত্রগ্রহণ। এই প্রকল্পগুলি চলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাক্ষিণ্যে। ব্রিটিশ লাইব্রেরির সঙ্গে অনুষ্ঠিত একটি যুগ্ম প্রকল্প স্যর রতন টাটা ট্রাস্ট পৃষ্ঠপোষণায়; বিষয় দক্ষিণ এশিয়ার গ্রন্থাগার ও লেখ্যাগারে বৈদ্যুতিন সংরক্ষণ।

স্কুলের সব কাজের পূর্ণ বিবরণের জন্য এই ওয়েবসাইট দেখুন: http://www.jaduniv.edu.in/view_department.php?deptid=135