বিচিত্রা প্রকল্প
‘বিচিত্রা’ প্রকল্পটি রবীন্দ্রনাথের সার্ধশতবৎসর উদ্যাপন উপলক্ষে ভারত সরকারের দ্বারা মঞ্জুর হয়। এটির ব্যয়ভার সম্পূর্ণ বহন করেছেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক।
সব উপাদান সংগ্রহ, সম্পাদনা ও বিন্যাস, এবং ওয়েবসাইট প্রস্তুতির কাজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব কালচারাল টেক্সটস অ্যাণ্ড রেকর্ডস’। অধিকাংশ মূল পাণ্ডুলিপি, বই ও পত্রিকা সরবরাহ করেছেন শান্তিনিকেতনের রবীন্দ্রভবন; ছবি প্রস্তুত করেছেন সি-ড্যাক। অন্যান্য যে সহযোগী সংস্থা উপাদান সরবরাহ করেছেন, তাঁরা হলেন ভারতের জাতীয় গ্রন্থাগার; হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হুটন গ্রন্থাগার; কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার; বঙ্গীয় সাহিত্য পরিষৎ; কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস; লণ্ডন বিশ্ববিদ্যালয়ের সেনেট হাউস গ্রন্থাগার; ও কিছু ব্যক্তিগত সংগ্রাহক।
বিচিত্রার মত বৃহৎ অথচ সুসংহত, এককভাবে পরিকল্পিত ‘জ্ঞানকেন্দ্র’ (integrated knowledge site) যে-কোনো ভাষায় এই প্রথম। রবীন্দ্রনাথের প্রায় সব বাংলা ও ইংরেজি রচনার অধিকাংশ পাঠরূপ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যতিক্রম কিছু চিঠি, বক্তৃতা, পাঠ্যপুস্তক এবং নিজের বাংলা রচনার ইংরেজি অনুবাদ ছাড়া রবীন্দ্র-কৃত অন্য সব অনুবাদ। এখানে পাওয়া যাবে
- রবীন্দ্রনাথের প্রায় সব পাণ্ডুলিপি (৫৭,৫২০ পাতা) এবং পত্রিকায় ও পুস্তকাকারে মুদ্রিত সব প্রামাণ্য পাঠের (৯১,৬৩৭ পাতা) বৈদ্যুতিন ছবি
- এই সব সংস্করণের সরল পাঠ (plain text)
- শব্দ-অন্বেষন: রবীন্দ্ররচনার যে-কোনো শব্দ বা শব্দসমষ্টির সূত্রসহ নির্দেশ
- পাঠান্তর চয়ন: একটি অভিনব সফ্টওয়ারের সাহায্যে প্রথমে বড় গদ্যরচনার অধ্যয়, বা নাটকের অঙ্ক বা দৃশ্য; পরবর্তী স্তরে গদ্যের অনুচ্ছেদ বা পদ্যের স্তবক; ও সর্বশেষে প্রত্যেক শব্দে প্রভেদের সূক্ষ্ম নির্ণয়
- পাণ্ডুলিপি সমূহের আধেয়-সূচী
- সব রচনার পাণ্ডুলিপি ও প্রামাণ্য মুদ্রিত পাঠের সূচী
প্রকল্প রূপায়ণের সার্বিক দায়িত্বে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রাক্তন অধ্যাপক (প্রফেসর এমেরিটাস) সুকান্ত চৌধুরী। উপদেষ্টা কবি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক শঙ্খ ঘোষ। তিরিশজন সদস্যের একটি কর্মীবাহিনী দুই বছর পরিশ্রম করে সব পাঠের প্রতিলিপি, বিভিন্ন সফটওয়ারে তার প্রক্রিয়াকরণ ও ওয়েবসাইটে সংস্থাপনের কাজ সম্পন্ন করেছেন। পাশাপাশি কাজ করেছেন অন্য অনেক কর্মী ও উপদেষ্টা।
প্রকল্পটির উপর একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনী এখানে দেখা যাবে: http://www.youtube.com/watch?v=GRNT9pf-sWA